Email etiquette-Professor-USA
আচার, ব্যবহার, ভদ্রতা,নম্রতা, সংক্ষেপে সব মিলিয়ে শালীনতা ও বলতে পারেন আবার ইংরেজীতে বলতে পারেন etiquette, খুব স্পর্শকাতর জিনিষ। ক্লাসের স্যারের সাথে দেখা হলে শুধু হুজুর হুজুর-জি স্যার জ্বি স্যার মহাশয় ওকে ইয়েস স্যার নো স্যার ঠিক আছে, এসবই কি শুধুমাত্র ছাত্র-শিক্ষক সম্পর্কের মধ্যে ভদ্রতার নিদর্শন? আম্রিকায় এসে দেখেছি- রেষ্ট্রুরেন্টের ম্যানেজার বা ফুড সার্ভারদের কিছু etiquette রয়েছে। হোটেল চালানোর আগে ম্যানেজারদের ট্রেনিং দেওয়া হয়। যেমন, কোন কোন রেষ্ট্রুরেন্টে বাফেট খেতে গেলে টেবিলে পানি ভর্তি জগ দেওয়া হয় না। কারন এটা রেষ্টরেন্ট etiquette এর মধ্যে নাকি পড়ে না। তাই ওয়েটারের চোখ কান খোলা রাখতে হয়-কখন টেবিলে গ্লাস দুটির পানি কমে যাবে ডাকার আগে সাথে সাথে এসে পানি পূর্ণ করে দেবে। এটা নাকি রেষ্টরেন্ট etiquette। আবার কাষ্টমার হিসাবে ও কিছু etiquette মানতে হয়। যেমন: খাওয়ার সময় ইউটেনশিল ধরার ক্ষেত্রে ডান হাতে নাইফ বা স্পুন আর বাম হাতে ফর্ক থাকবে। না ধরলে কেউ আপনাকে বের করে দিবেনা বাট সামটাইমস ইটস কাইন্ড অব এমবারাসিং। আবার প্রচন্ড গরমে কেউ গরমের দোহাই দিয়ে সেন্টো গেঞ্জি (!!!) এর মতো কোন ড্রেস যেটা...