Posts

Showing posts from April, 2018

লহরীপুর! যাত্রাপালা; অঙ্ক-১, দৃশ্য-১; শিক্ষা

আপাতত দুই চরিত্র; রাজা শশাঙ্ক ও মন্ত্রী নরেন্দ্রগুপ্ত [লহরীপুরের একচ্ছত্র অধি:পতি রাজা “শশাঙ্ক” বড় ভাবকচিত্তে লৌহাসনে বসিয়া রাজ্যের আলোড়িত শিক্ষাপাদের জন্য কালাতিপাত করিতেছেন। কিয়ৎক্ষণ পরেই সচিবশ্রেষ্ঠ “নরেন্দ্রগুপ্ত ” মহারাজ.. মহারাজ. আওয়াজ তুলিয়া “মন্ত্রীসভা” নামক গোপন কক্ষে জানু নত করিয়া রাজার সামনে আসিয়া দাড়াইলেন।] কিয়ৎক্ষণ বাগরাগমুখ থাকিয়া রাজা ললাট কুঞ্চিত করিয়া আলোচন শুরু করিলেন] শশাঙ্ক।। নরেন্দ্রগুপ্ত! প্রাতরাশে ছদ্মবেশে জনমানুষের সাথে মিশিয়া শুনিলাম রাজ্যের শিক্ষা ব্যবস্থার নাকি বেহাল দশা। রাজ সিংহাসনে বসিয়া তো আমার বিকল মস্তিষ্কে কিছুই বোধগম্য হইতেছেনা। নরেন্দ্রগুপ্ত।। আপনার কথা কিয়দাংশ সত্য, মহারাজ!! আমি রাজ্যে প্রশ্নপ্রত্র ফাঁস কমাইতে দেরী হইলেও পাশের হার কিন্তু বহুলাংশে বাড়াইয়াছি জাঁহাপণা, যাহা আসন্ন নির্বাচনের জন্য গুরত্বপূর্ণ বিজ্ঞাপনের কাজ করিবে। তাছাড়াও, চারিলক্ষাধিক বেকার এখন উচ্চ শিক্ষিত। আমার আগে কখনো এতো বেকারকে শিক্ষিত করিতে কেউ পারে নাই। এখনো কি বলিবেন যে, আমি এ-রাজ্যের জন্য কিছুই করি নাই,মহারাজ? শশাঙ্ক।। সত্যিই কি তুমি সবাইকে শিক্ষিত করিতেছ নরেন্দ্রগুপ্ত? নরেন্দ...

লহরীপুর! যাত্রাপালা; অঙ্ক-১, দৃশ্য-১; শিক্ষা

আপাতত দুই চরিত্র; রাজা শশাঙ্ক ও মন্ত্রী নরেন্দ্রগুপ্ত [লহরীপুরের একচ্ছত্র অধি:পতি রাজা “শশাঙ্ক” বড় ভাবকচিত্তে লৌহাসনে বসিয়া রাজ্যের আলোড়িত শিক্ষাপাদের জন্য কালাতিপাত করিতেছেন। কিয়ৎক্ষণ পরেই সচিবশ্রেষ্ঠ “নরেন্দ্রগুপ্ত ” মহারাজ.. মহারাজ. আওয়াজ তুলিয়া “মন্ত্রীসভা” নামক গোপন কক্ষে জানু নত করিয়া রাজার সামনে আসিয়া দাড়াইলেন।] কিয়ৎক্ষণ বাগরাগমুখ থাকিয়া রাজা ললাট কুঞ্চিত করিয়া আলোচন শুরু করিলেন] শশাঙ্ক।। নরেন্দ্রগুপ্ত! প্রাতরাশে ছদ্মবেশে জনমানুষের সাথে মিশিয়া শুনিলাম রাজ্যের শিক্ষা ব্যবস্থার নাকি বেহাল দশা। রাজ সিংহাসনে বসিয়া তো আমার বিকল মস্তিষ্কে কিছুই বোধগম্য হইতেছেনা। নরেন্দ্রগুপ্ত।। আপনার কথা কিয়দাংশ সত্য, মহারাজ!! আমি রাজ্যে প্রশ্নপ্রত্র ফাঁস কমাইতে দেরী হইলেও পাশের হার কিন্তু বহুলাংশে বাড়াইয়াছি জাঁহাপণা, যাহা আসন্ন নির্বাচনের জন্য গুরত্বপূর্ণ বিজ্ঞাপনের কাজ করিবে। তাছাড়াও, চারিলক্ষাধিক বেকার এখন উচ্চ শিক্ষিত। আমার আগে কখনো এতো বেকারকে শিক্ষিত করিতে কেউ পারে নাই। এখনো কি বলিবেন যে, আমি এ-রাজ্যের জন্য কিছুই করি নাই,মহারাজ? শশাঙ্ক।। সত্যিই কি তুমি সবাইকে শিক্ষিত করিতেছ নরেন্দ্রগ...