Posts

Showing posts from April, 2017

ফজলুর রহমান খান।।

Image
Rejaul Hoq Nayem  at  Purdue University . April 5 at 11:00am  ·  West Lafayette ফজলুর রহমান খান।। আমেরিকা যুগে যুগে কতো বাংলা মায়ের সুবিধা বঞ্চিত ছেলেদের হাতিয়ে নিয়েছে তার হিসাব কষলে লিস্টটা অনেক লম্বাই হবে। মনে হয় হাতিয়ে নেয়াটা বললে ভুল হবে, বলা যায় আমেরিকা নিজের দেশের সন্তান করে নিয়েছে, এদেশে এনে বসে যাওয়া মেধায় শান দিয়েছে, মগজ টা আরেকটু উর্বর করে নিয়েছে, সুবিধা নিয়েছে-দিয়েছে ও বটে, দিয়েছে অনেক সম্মান, উপকৃত হয়েছে ও । আমাদের দেশের সুবিধা বঞ্চিত অনেকেই এই সুযোগ নেবার অপেক্ষায় থাকেন। এসব সুযোগের জন্য নূন্যতম কিছু যোগ্যতা থাকতে হয়, উচ্চ শিক্ষার হাত ধরেই এসব সুযোগ নিতে হয়। হুট করে কোন গতানুগতিক পড়াশোনা, ভালো রেজাল্ট দিয়ে এসব হয় না, ওদের সব রিকোয়ারমেন্ট পূরণ করতে হয়। অতীতে কেমন ছিলো জানি না, তবে এখন হলো, জিআরই একমাত্র মাধ্যম। ফজলুর রহমান খান, ঢাকার ছেলে ছিলেন, তৎকালীন বুয়েটের ছাত্র ছিলেন। তৎকালীন সময়ে ফুলব্রাইট স্কলারশীপ নিয়ে আমেরিকায় University of Illinois at Urbana-Champaign এ মাষ্টার্স প্রোগ্রামে আসেন ১৯৫২ সালে । তিন বছরে দুটি মাষ্টার্স ডিগ্রী লাভ করেন structural engineering এবং one in