Schmidt reaction কি এবং Schmidt reaction সম্পর্কিত জার্নাল ভিত্তিক Mechanism পর্ব-১
যারা রসায়ন
বিভাগে অনার্স করছেন, অনেকেই ২য়, ৩য় বা চতুর্থ বর্ষে অনেক ধরণের Reaction Mechanism পড়তে
হয়, শুধু পড়া বা মনে রাখা নয়, বুঝে বুঝে পড়তে হয়। এমনই একটি Name reaction হলো Schmidt reaction।
এর উপর বেশ
কিছু জার্নাল ভিত্তিক Schmidt reaction Mechanism প্রশ্ন নানান পর্বে
উপস্থাপন করা হবে। আশা যারা রসায়ন নিয়ে
পড়াশোনা করছেন, তাদের সামান্য হলে ও উপকারে আসবে। এই বিক্রিয়ায় azide , carbonyl group
এর সাথে বিক্রিয়া করে amine
বা or amide তৈরি করে। ১৯২৪ সালে রসায়নবিদ
Karl Friedrich
Schmidt, benzophenone এবং hydrazoic
acid এর সাথে বিক্রিয়া করে
benzanilide তৈরি করেন। তার নামানুসারে এটাকে বলা
হয় Schmidt reaction।
General Schmidt reaction |
Comments
Post a Comment