পুরানো ডায়েরী পাতা-১ ( ২০০৪- ডিসেম্বর )

২০০৪ সালে আমি এস.এস.সি পরীক্ষা দেই। এস.এস.সি পরীক্ষাই মূলত আমাদের দেশের সকল ছাত্রছাত্রীদের জন্য জীবনের প্রথম বড় ধরণের কোন পাবলিক পরীক্ষা। এই পরীক্ষা সম্পর্কে সবার মনেই একটু একটু টেনশনে থাকে। আমি ও এই পরীক্ষা নিয়ে একটু টেনশনে ছিলাম । ২০০৪ সালে সারা দেশে  দশ হাজার শীক্ষার্থী এ প্লাস পায়। আমি ভেবেছিলাম আমি এপ্লাস  না পেলেও  এপ্লাসের কাছাকাছি কিছু একটা পাবো। আমার আন্দাজ টা খুব একটা বেশী ভুল হয় নাই। ৪.৭৫ পাই। তবে এই রেজাল্টে আমি  আর আমার মা আর ছোট চাচা ছাড়া  আমার বাসার সবার মন খারাপ হলেও আমার উপলব্ধি হয় আসলে সবাই আমাকে কত ভালোবাসে আর কতটা তাদের প্রত্যাশা আমার কাছে। যাই হোক এই পয়েন্ট নিয়েই ঢাকা শহরে  এইচ.এস.সি ভর্তি যুদ্ধে অবতীর্ন হই আর কিভাবে কিভাবে জানি কপালের ঠেলায় বাংলাদেশ রাইফেলস কলেজে ভর্তি হবার সুযোগের মাধ্যমে ঢাকা শহরের ১০ বছর আবাসের একটা সুযোগ হয়ে যায়।।।

Comments

Popular posts from this blog

Statement of Purpose এর নমুনা-13 ( Analytical Chemistry)

কিভাবে প্রফেসরকে ইমেইল লেখা যায় !! নমুনা !!

Statement of Purpose analysis from UC Berkeley