Posts

Showing posts from February, 2017

ক্লাস থেকে বের করে দেওয়া, চোখের কোনায় জল আর Barron's Essential Words for the GRE (কাল্পনিক)

Image
News Feed Rejaul Hoq Nayem January 15  ·  West Lafayette  ·  ক্লাস থেকে বের করে দেওয়া, চোখের কোনায় জল আর Barron's Essential Words for the GRE (কাল্পনিক) লেখাটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে না মিলানোই উত্তম।আপনার জীবনের সাথে মিলে গেলে আমি দায়ী নই। একটি ছেলের চার বছর অনার্স ফাইনাল পরীক্ষা দিবার আগেই সে বুঝেছে রসায়ন বিষয়ে তার অরুচী অনেক বেড়েছে।তার শখ হলো ঢেঁকী গেলার। রসায়ন নিয়ে দেশে মাস্টার্সের আর তার ইচ্ছা নাই বললেই চলে। । বহু দিনের ইংরেজী দুর্বলতা সে কঠোর পরিশ্রম করে অনেকটা কেটেছে। আইএলটিসে ২ বার দিয়ে ৩য় বারে ৭ পেয়েছে। জিআরই স্কোর খুবই কম বলার মতো না। এক্কেবারেই কম। এপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আম্রিকার কোন এক বিশ্ববিদ্যালয়ে এমবিএর জন্য এপ্লাই করেছে, এরই মধ্যে মাষ্টার্স ক্লাস শুরু হয়ে গেছে, ছেলেটি ক্লাস শুরুর প্রথম সপ্তাহে জিআরই স্কোর ডেপেলপের জন্য জনৈক স্যারের লেকচার না তুলে ব্যারনসের জিআরই ওয়ার্ড বুক পড়ে। হঠাৎ স্যারের চোখ পড়লো পিছনের একটি ছেলে লেকচার না তুলে অন্য কিছু পড়ছে, স্যার দুএকটি অযাচিত বাক্য উচ্চারণ করে ছেলেটি ক্লাস থেকে বের করে দিলেন। দুদিন পর, আবার সেই একই ক্লাস। জিআরই