সময়ের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া দরকার!!

সময়ের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া দরকার!!
সময়ের কাজ সময়ে সব সময় করে উঠা হয় না। আমেরিকায় পিএইচডি বা মাষ্টার্সে এপ্লাই করার জন্য ও সময় অতি গুরত্বপূর্ণ। ডেডলাইনের দুএকদিন পরে যদি আপনি এপ্লাই করেন তাহলে আপনার এপ্লিকেশন গ্রহণ করবে না। আমাদের দেশের যে সব কঠিন পরিশ্রমী ছাত্রছাত্রীরা এত কষ্ট করে জিআরই দেয়, অথচ একটু সময় জ্ঞানের অভাবে ১-২ মাসের জন্য একটা সেমিষ্টার বা একটা বছর লস করে । যেমন ধরুন আপনি ২০১৭ সালে ফল (আগষ্ট) ধরতে চান, এজন্য আপনার ২০১৬ সালে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে জি-আরই, আইএলটিএস হাতে থাকতে হবে এপ্লাই করার জন্য। কারন ফলের ডেডলাইন নভেম্বরের মাঝাখানে। আপনি যদি ডিসেম্বরে জিআরইতে ৩৪০ এ ৩৪০ নিয়ে ও এপ্লাই আপনার এপ্লিকেশন কেউ দেখবেই না। প্রতি বছর বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের দেশ থেকে এভাবে ফল সেমিষ্টার ধরতে পারে না। আমাদের সময়ের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া দরকার।
LikeShow more reactions
Comment
Comments
Saiful Islam Nihal thanks..baki semister gular information dileo valo hoy
SI Sharif Tnxx for your valuable information
Listener Imsa Thanks Brother. Could you please help me about Spring, 2018 semester. I would like to apply in spring? Please.
Rihanul Karim ভাল লাগল...তবে আপনি সামার আর স্প্রিং সেমিস্টার এর টাইম্লাইন টা বলতে পারবেন?
نفيسه انجم 18 er 3ta semester er jonno e info diyen please
Faariha Noor fall na dhorle ki prblm hy?funding e kono prblm hy?
Bilkis Jahan চমৎকার, সঠিক লেখা, এজন্য জুলাই, আগস্টের মধ্যে জিআরই, টোফেল দিয়ে দিতে পারলে খুবভালো হয়, ধন্যবাদ নাইম।

Comments

Popular posts from this blog

Statement of Purpose এর নমুনা-13 ( Analytical Chemistry)

কিভাবে প্রফেসরকে ইমেইল লেখা যায় !! নমুনা !!

Statement of Purpose analysis from UC Berkeley