কবে আমরা একটু ভিন্ন স্বপ্ন দেখবো?

রসায়ন বা প্রাণ-রসায়ন বিষয়টি যে, প্রাণের সাথে কতো নিবিড় ভাবে জড়িত তা কেউ কখনো উচ্চ-মাধ্যমিকের কুন্ডুহাজারী, হাজারী, নাগ আর থ্রী ডক্টরসের রসায়ন বই পড়ে কল্পনা করেও নি আর করার কথাও না। চার বছরের অনার্স করে আমিও বুঝিনি এই বিষয়ের মাহাত্ম্য। সেই জন্য ভীনদেশে করতে আসলাম এম.বি,এ। কোন এক অদৃশ্য টানে এসব ফেলে আবার ছুটে যাই সেই প্রাণের স্পন্দনে। এখানে আনন্দ, বেদনা , সুখ, দু:খ সবই আছে। এখানে হতাশা ও একটু আছে-তবে ধৈর্যের অনেক প্রয়োজন। এই পথে প্রাপ্তিগুলোর স্বাধ একটু ভিন্ন। তাড়াতাড়ি ব্যাংক ব্যালেন্স আর তামাম দেশ বা বিশ্বের ক্ষমতা হাতে পাওয়ার পথ এইটা না-এই ব্যাপরটা মোটামুটি নিশ্চিত আবার অ্যাপেলের মতো বড়সড়ো একটা কোম্পানি দেওয়া টা সম্ভব বলে মনে হয় না। । এই পথে কোন ঘুষ, খুন, জমি দখল, চাটুকারী এমন কিছুই নেই। পুরোটাই একমুখী মানবকল্যানের পথ। শত শত গবেষক দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানব কল্যানের জন্য যে কল্পনাতীত পরিমাণ মেধা, শ্রম আর অর্থ ব্যয় করে যাচ্ছে তা যদি আমাদের দেশের মা-বাবা অথবা তরুন সমাজের কাছে তুলে ধরা যেতো তাহলে আমাদের দেশের বিজ্ঞানমনষ্ক কোমলমতি ছাত্রছাত্রীরা ভবিষ্যতে ডাক্তার-ইন্জিনিয়ার, ব্যবসায়ী আর বিসিএস ক্যাডার হবার পাশাপাশী ভবিষ্যতে রসায়নবিদ হবার ও স্বপ্ন দেখতেন ।

Comments

Popular posts from this blog

Statement of Purpose এর নমুনা-13 ( Analytical Chemistry)

আমেরিকার যে সব বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে এপ্লাই করতে জিআরই লাগে না, তার প্রাথমিক তালিকা_১ :

Statement of Purpose এর নমুনা-১ ( Organic Chemistry)