রসায়ন বিভাগে কত লোক তবুও মরুভূমির মতো লাগে!!
Purdue University Chemistry Department-এ এই বছর প্রায় ৭০ জন পি.এইচ.ডি. স্টুডেন্ট এসেছে- এরা সবাই CLASS OF 2021. অনেক আগ্রহ নিয়ে নামের তালিকা থেকে বাংলাদেশী খোজার চেষ্টা করছিলাম। ওরা এবার কেউ আসেনি। কাউকে খুজে পাইনি। কিছু নাম দেখে আগ্রহ নিয়ে এগিয়ে গেলাম- ওরা ভারতীয় আর পাকিস্তানি। এর মধ্যে প্রায় দুই তৃতীয়াংশ আমেরিকান বাকীরা প্রায় অন্য ৮-১০ টি দেশ থেকে এসেছে। নিয়মানুযায়ী পুরানোরা নতুনদের মেন্টরিং করে। আমার দলে সব চাইনীজ । গত ৫-৬ বছরে বাংলাদেশী এসেছে ৪ জন। এখন আছে ৩ জন। আমি ছাড়া বাকী সিনিয়রদের কোর্সওয়ার্ক শেষ। কত বিদেশী বন্ধুবান্ধব আছে। দেশীয় আড্ডার তুলনায় বিদেশীদের সাথে আড্ডার মধ্যে যোজন যোজন ফারাক। ক্লাস থেকে ক্লাস দৌড়াচ্ছি- কত লোক দেখি তবুও মরুভূমির মতো লাগে।
Comments
Post a Comment