কখনো ভেবেছেন কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ও কম সিজিপিএ নিয়ে আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ রয়েছে!
দেশের তথাকথিত ও প্রচলিত নিয়ম অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুব কম সংখ্যক ছাত্রই উচ্চ শিক্ষায় আগ্রহ আছে। তাছাড়া, এশিয়া, ইউরোপে স্কলারশীপ পাবার জন্য অনেক ভালো ফলাফলের ও প্রয়োজন হয়।
কিন্তু আপনি কখনো জেনেছেন বা জানার চেষ্টা করেছেন যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও যে কম সিজিপিএ নিয়ে আমেরিকায় ফান্ডিং নিয়ে পিএইচডি বা মাষ্টার্স করা যায় ? জিআরই ও আইএলটিএস বা টোফেলের প্রস্তুতি নিয়ে যে, আমেরিকায় মাষ্টার্স বা পিএইচডি করা যায় কখনো শুনেছেন?
আমি মূলত একজন খুবই কম জিপিএ ধারী ছাত্র ছিলাম অনার্স লা্ইফে। তাই সুযোগ ফেলে দেশের কম জিপিএ ধারী ছাত্রদের উচ্চশিক্ষায় উৎসাহ দেবার চেষ্টা করি। ব্যক্তিগত কোন উদ্দেশ্য নাই। আপনাদের কাছে প্রশ্ন, উচ্চ শিক্ষার জন্য কখনো ভেবেছেন কেউ?
dear,bro I am a student of physics from NU. now I would like to do msc from USA. I thing I will sit for gre exam.now with coaching will be best for gre?
ReplyDelete