হোমিওপ্যাথি, প্ল্যাসিবো ইফেক্ট, ব্যাধি, প্রতারণা ও আমাদের অজ্ঞতা!!
গত ফেব্রুয়ারী মাসে প্রতিদিন নিজের থেকেই অনেক অজানা মানুষের সাথে পরিচিত হয়েছি; এদের কেউই আসলে ভালো নাই, এরা সবাই সবার আপন জনদের নিয়ে ভীষন রকম উদ্বিগ্ন। এদের কেউ বিত্তশালী, কেউ তথাকথিত মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ নিম্ন-নিম্নবিত্ত মানে দিনমজুর। হঠাৎ ৯০০০ মাইল থেকে উড়ে গিয়ে এতো স্বল্প দিনে এতো লোকের সাথে পরিচিত হওয়াটা চোখে আঙ্গুল দিয়েই মনে হয় আমাকে বারবার দেখাচ্ছিল আমাদের দৈন্য দশা আর আমাদের অসহায়ত্ব। বেঁচে থাকার জন্য মানুষের আকুতি আসলে অসহনীয়। এমন একজন মানুষের নাম সাহেব হোসেন্। নোয়াখালীর মাইজদী শহরের আশে পাশে বাড়ি। ৯-১০ মাস আগে ২৩ বছরের মেয়েকে বিয়ে দিয়েছেন দুবাই প্রবাসী এক ছেলের কাছে। ছেলেরা ৫ ভাই সব আলাদা আলাদা। বিয়ের পর যাতে রাত বিরাতে বিশেষ প্রয়োজনে বাহিরে যেতে না হয়, এজন্য ছেলে এটাচ বাথরুম সহ বিল্ডিং করে দিয়ে দুবাই গেছে যে মাস ছয়েকের বেশী হয়েছে। হঠাৎ ছেলের বড় ভাই সহ কজন মিলে বিল্ডিংয়ের দেয়াল ভেঙে ফেলছে যাতে করে সর্বলোকে বাথরুম ব্যবহার করতে পারে। এই নিয়ে কতোদিন ধরে কাইয্যা লেগেই আছে, আর সাথে আছে মেয়েটির বিশেষ ধরণের শারীরিক জ্বালাপোড়া। ঢাকায় পপুলার হসপিটালে এসে দেখা গেলো মেয়েটির রেকট...