প্রফেসর হিক্কা কেন্টামার ভর বর্ণালিমিতি ক্লাস


প্রফেসর হিক্কা কেন্টামার ভর বর্ণালিমিতি ক্লাস। ক্লাসে প্রথম দিনে সগর্বে বলেন, পার্ডুর চেয়ে ও ভালো কোন বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রফেসর হিসাবে যাবার কথা ছিলো যখন তাঁর পিএইচডি ছাত্র ছিল মাত্র ২ জন। তখন পার্ডুকে তিনি শর্ত দিয়েছিলেন যদি যন্ত্রপাতির সুবিধা শহ বিশাল আয়তনের একটি ল্যাব দেওয়া হয় তাহলেই উনি থাকবেন। পার্ডু ১ মিলিয়ন ডলার খরছ করে তার জন্য বানিয়ে দিলো এক বিশাল ল্যাব। এখন তাঁর ল্যাবে প্রায় ২০-২৫ জন গ্র্যাড স্টুডেন্ট ও পোষ্টডক।
আমার কোর্সটা নেবার কোন দরকারই ছিলনা। শুধু কোর্সওয়ার্ক শেষ করার জন্য যে কোন অরগানিকের বাহিরে একটা কোর্স নিতে হবে তাই নিয়েছি। পার্ডুর এনালিটিক্যাল কেমিষ্ট্রি বিভাগ, দীর্ঘদিন থেকে আমেরিকায় ১ নাম্বার রেংকিংয়ে আছে যে সব প্রফেসরের জন্য, প্রফেসর কেন্টামা তাদেরই একজন। উনি আধূনিক MALDI MASS SPECTROSCOPY ধারণা সৃষ্টিকারীদের মধ্যে একজন। ফিনল্যান্ডের Helsinki University থেকে পিএইচডি করে পার্ডুর আরেক কিংবদন্তি প্রফেসর গ্রাহাম কুকসের কাছে পোস্টডক করতে আসেন ৮৬ তে। গবেষণায় তার অসামান্য অবদানের জন্য পোস্টডক্টরাল পজিশন থেকে পার্ডুতেই প্রফেসর হিসাবে যোগদান করেন ৯০ সালের দিকে। ক্লাসে বিভিন্ন ভর বর্ণালিমিতি যন্ত্রের অভ্যন্তরীন গঠন, ব্যবহার এমন ভাবে পড়ালেন মনে হলো আমি কোন ওয়ার্কশপে। যন্ত্রপাতির ক্লাশ সব সময়ই বিরক্তিকর, ক্লাসের ফাঁকে কিভাবে ছাত্রদের মাঝে মাঝে রিফ্রেশ করতে হয় তাঁরই ভালোই জানা। হঠাত হঠাত ৪০ জনের ক্লাসের বাতি বন্ধ করে দিতেন ,আর দেখাতেন তার সারা জীবনের অ্যালবামের সেরা ছবিগুলো, এই ছবি শুধুই ছবি নয়, তাঁর উঠে আসার গল্প। প্রতিটি ক্লাসে অধির আগ্রহে অপেক্ষা করতাম মাঝের ৫ মিনিট আর শেষ পাঁচ মিনিটের জন্য। অপরিশোধিত তেল নিয়ে বিশ্বের যে সব বিজ্ঞানি কাজ করে, প্রফেসর হিক্কা তাদের সবার সেরা। অপরিশোধিত তেলের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট এখনো সবার অজানা যা তিনি বের করার চেষ্টা করছেন আর ল্যাবে তৈরি করার ভবিষ্যত পরিকল্পনা আর এজন্য অনেকগুলো নামি দামি তেল কোম্পানি তাঁর গবেষনায় অর্থায়ন করেন। আমার মতো পিছনের বেঞ্চের ছাত্রকে ক্লাসে কিভাবে মনোযোগী করাতে হয় তাঁর খুব ভালোভাবেই জানা। গ্রেড ভালো না হলে ও কোন আফসোস নাই।

Comments

Popular posts from this blog

Statement of Purpose এর নমুনা-13 ( Analytical Chemistry)

আমেরিকার যে সব বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে এপ্লাই করতে জিআরই লাগে না, তার প্রাথমিক তালিকা_১ :

Statement of Purpose এর নমুনা-১ ( Organic Chemistry)