তোমার বেঁচে থাকা জরুরী


একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনার্স ৩য় বা ৪র্থ বর্ষের টগবগে যুবক কোন কারনে নিজের উপর আস্থা পাচ্ছে না। দিগবিদিগ জ্ঞান শূন্য হয়ে কদিন বিসিএস পড়ে, কদিন জিআরই পড়ে, কদিন পার্টটাইম চাকরি খোজে। আজও সে কনফিডেন্স ফিরে পেল না। এরই মাঝে দুএকটি পরীক্ষা ড্রপ করেছে , কারণ পরীক্ষার হলে তালগোল পাকিয়ে ফেলেছে, মাথায় টেনশন বাসায় টাকা না পাঠালে মা-বাবা খাবে কি? নিশ্চিত ফেল জেনে পরীক্ষার খাতা আর জমা দেয় নি। ফেসবুকে মাঝে মাঝে সিনিয়র দুএকজনের কাছে একটু বুদ্ধি খুজে। সব গুলো বিশ্ববিদ্যালয়ের সব গুলো বিভাগে এমন ছাত্রের অভাব নাই। এসব হতাশ ছেলেদের আশা দেখাবে কে? ওরা একটু বুদ্ধির জন্য, একটু স্বপ্নের জন্য কি কোন পীর বাবার কাছে যাবে নাকি তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে যাবে ?

Comments

Popular posts from this blog

Statement of Purpose এর নমুনা-13 ( Analytical Chemistry)

আমেরিকার যে সব বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে এপ্লাই করতে জিআরই লাগে না, তার প্রাথমিক তালিকা_১ :

Statement of Purpose এর নমুনা-১ ( Organic Chemistry)