প্রিয় জাহাঙ্গীরনগর,শুভ হোক জন্মদিন

প্রিয় জাহাঙ্গীরনগর,শুভ হোক জন্মদিন
***********************************************
Rejaul Hoq Nayem at Discovery Park at Purdue University.
আমার মা বয়সে আমার বিশ্ববিদ্যালয়ের চেয়ে ১১ দিনের বড়, দুজনেরই জন্ম পিঠাপিঠি। দুজনেই এবছর ৪৬ বছর পেরিয়ে ৪৭ এ পড়েছেন। একজন আমায় দুনিয়ার আলো দেখিয়েছেন আর আরেকজন শিক্ষার আলো দেখিয়েছেন। গর্ব করে বলি জীবনের ভীত গড়েছি এই বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় । এই বিদ্যাপিঠের কল্যানেই পেয়েছি এক সুবিশাল অদৃশ্য নেটওয়ার্ক। শুধু বলতে হয় আমি এখানেই বড় হয়েছি, আর সাথে সাথে ১০-১৫ বছরের আগের অজানা অচেনা কোন সিনিয়র কিভাবে যে বন্ধুবাৎসল হয়ে উঠে এটা অনেকের কাছে আজব লাগে। কত চষে বেড়িয়েছে তাঁর উঠানে, কতশত স্মৃতি প্রতিনিয়ত নিরবে নিভৃতে মাথায় ঘুরে, আহ!! কত সুন্দর ছিলো দিনগুলো!!। আজ তাঁর জন্মদিন। 
প্রিয় জাহাঙ্গীরনগর,শুভ হোক জন্মদিন।

Comments

Popular posts from this blog

Statement of Purpose এর নমুনা-13 ( Analytical Chemistry)

Statement of Purpose এর নমুনা-১ ( Organic Chemistry)

আমেরিকার যে সব বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে এপ্লাই করতে জিআরই লাগে না, তার প্রাথমিক তালিকা_১ :