সাগর পাড়ে জন্ম, তাই শুধু নদী আর সাগরের তীরে তীরে ঘুরি
Rejaul Hoq Nayem added 2 new photos.
আমার জন্মস্থান লক্ষ্মীপুর জেলা; এক সময় এখানে বঙ্গোপোসাগরের সুবিশাল ঢেউ তীরে ভেসে এসে মানুষের হৃদয়ের গহীনে ভীতি সঞ্চার করত। মেঘনা, ডাকাতিয়া, রহমতখালী তিন প্রধান নদী; সময়ের সাথে নারিকেল সুপারী হয়ে উঠেছিল জেলার প্রধান ফসল। ছোট বেলা থেকে দেখে এসেছি আবাল, যুব-বৃদ্ধ, বনিতা কম বেশী পান-সুপারি তো খাবেই। আমার কোনদিন খাওয়া হয় নি। সাগর পাড়ে জন্ম, তাই নদী আর সাগরের তীরে তীরে ঘুরি। যাযাবরের মতো অনেকটা ভেলায় চড়ে বঙ্গোপোসাগের তীর থেকে আরব সাগর হয়ে ৯০০০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরের তীরে (California ), সেখান থেকে আটলান্টিক মহাসাগর (New York) হয়ে কদিনের জন্য খুঁটি গেঁড়েছি মিসিসিপি নদীর তীর(Tennessee), সেখান থেকে এলাম ওয়াবাস নদীর তীরে ( Purdue ) বেশ কদিনের জন্য। গত বছর জুলাইয়ে মিশিগান লেকের তীরে Chicago নগরীতে এক আমেরিকান গবেষক বন্ধুর বিয়েতে গিয়ে বন্ধুর চাপে পড়ে এক খিলি পান খেলাম আর এই পানের ভক্ত হয়ে গেলাম। পান দোকানে এত ভিড় এর আগে দেখিনি। আবার বছর খানেক পরে গিয়ে ও সিকাগোর ডেবন স্ট্রিটে দোকান খুজে বের করে এক খিলি পান তো খেতেই হয়। সিকাগোতে গিয়ে ডেবন স্ট্রিটে এক খিলি পান খাবেন না, এটা হতেই পারে না।কৃতজ্ঞতা : কমল ভাই যিনি বলার সাথে দোকানের ঠিকানা বের করে দিয়েছেন।।
Comments
Post a Comment