দুবেলা ভাত খেতেই হবে!!
দুবেলা ভাত খেতেই হবে!!
গত চার বছরে বিনালে বিঘাটে এসেও ভাতের জন্য ভালোবাসা আমার বিন্দুবিসর্গ ও কমেনি। আশে পাশে কত খাবার, কিন্তু কোন ভাতের হোটেল নাই, নিলক্ষেতের তেহারির দোকান ও নাই,জিগাতলার সুনামি হোটেলের মোগলাই পরটাও নাই আর বটতলার মাছ-ভাজি/ভর্তা ও নাই, সব খাবার পরও মনে হয়, আবার গিয়ে বাসায় ভাত খাই। যেদিন কোন কারনে ভাত খাওয়া হয় না, মন হাস-ফাস করতে থাকে, সেদিন রাতের ঘুম হঠাত ভেঙ্গে পেটের মধ্যে হাত পড়লেই মনে হয়, আজতো ভাত খাওয়া হয়নি, আজকের দিনটা ভেস্তে গেলো, জীবনটা ভাতের কাছে কতো অসহায়!! দুবেলা ভাত না খেলে মনে হয় আমি খুব অসহায়, এই বুঝি গেলাম রসাতলে!! মোটা-চাল-চিকন চাল তাতে কি!! কোন রকম ভাত হলেই হয়!! সব ভেতো বাঙ্গালির মনে হয় একই অবস্থা!!!
Comments
Post a Comment