শুধু জিআরই স্কোর বেশী হলেই হয় না, শেখার আছে আরো অনেক কিছু............

শুধু জিআরই স্কোর বেশী হলেই হয় না, শেখার আছে আরো অনেক কিছু............
উচ্চশিক্ষার প্রয়োজনে বিভিন্ন দেশের প্রফেসরকে আমাদের ইমেইল করার প্রয়োজন হয়। এই ইমেইলের ভাষা কেমন হবে আমাদের অনেকের জানা নাই। আবার অনেকে ভুল করতে করতে শিখে। মূলত এই ব্যাপারটি ভালো ভাবে জানার জন্য কোন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোন গাইডলাইন থাকে না। জানার মূল উৎস হতে পারে, যারা অতীতে ইমেইলে ভিনদেশী প্রফেসরের সাথে যোগাযোগ করে সফল হয়েছেন, তাদের কাছে থেকে অভিজ্ঞতা নেওয়া। এমন ভাবে ইমেইল দেওয়া কখনোই উচিৎ না, যা কোন একটি দেশের সকল ছাত্রছাত্রী বা কোন একটি প্রতিষ্ঠানের সব এপ্লিকশনের উপর প্রভাব ফেলে।
আমেরিকার একজন প্রফেসরের ব্যস্ততার মাত্রা সত্যি অন্যরকম। এখানে আমাদের দেশের মতো লাল, নীল, সবুজ বা বাদামী রঙের অধীনে রাজনীতি বা শিক্ষক সমিতি নির্বাচন নাই, তবুও তাঁরা খুব ব্যস্ত। কিভাবে ফান্ডিং আনবে, কিভাবে প্রোপোজাল লিখবে, কিভাবে ক্লাসের সিলেবাস আরো উন্নত করবে, কন্ফারেন্স, রিসার্চ ডেভোলেপমেন্ট, রিসার্চ মিটিং ও আরো অনেক অনেক কিছু। প্রতি সেমিষ্টারে প্রফেসররা নিজের কাজের রিভিউ পেয়ে থাকেন সহকর্মীদের কাছে থেকে, উচ্চতর অথরিটির কাছে থেকে, ছাত্র-ছাত্রীদের কাছে থেকে। তাই সর্বদা উন্নতির জন্য , অবস্থান ধরে রাখার জন্য, কর্মক্ষেত্রে অস্তিত্ব রক্ষার জন্য নানা কাজে ব্যস্ত থাকেন। এসব বলার কারন হলো একটু সচেতনতা বৃদ্ধি ছাড়া আর কিছুই নয়।
আমার পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের একটা স্মৃতি কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, জিআরই স্কোর ৩১২, আমেরিকার ***নাম বললাম না*** এর এগ্রিকালচার বিভাগের এক প্রফেসরকে ইমেইল করেছে এগ্রিবিজিনেস এ ফান্ডিং জনিত বিষয়ে বেশ কদিন হলো। প্রফেসরের কোন একটি রিপ্লাই পেয়ে আবার আরেকটি প্রশ্ন করলে, ২য় প্রশ্নের আর উত্তর প্রফেসরের সময় করে দেওয়া হয় নি।
বেশ কদিন পর ছেলেটি আমার ইমেইল করেছে, Hello Professor, Are you too busy? । সেদিন ই প্রফেসর দু একজন বাংলাদেশী ছাত্রকে জিজ্ঞাস করছেন, DO you know this guys, এবং Are you guys from Same university? মনে হলো প্রফেসর খুব মনোক্ষুণ্ণ হলেন। তার পরও রিপ্লাই দিয়েছেন আবার ভাল মানুষ বলে হয় তো, সব প্রফেসর দিবেন না। ইমেইল পাঠানোর আগে কয়েকবার ভাবা উচিত নয় কি?
ইমেইলের সুন্দর একটি বিষয় থাকা উচিত যেমন : Prospective Graduate Student, Fall, 2018 , অনুরোধ করার ক্ষেত্রে would like to শব্দটার যথাযথ প্রয়োগ করা যেতে পারে । সত্যি শুধু জিআরই স্কোর বেশী হলেই হয় না, জানার ও শেখার আছে আরো অনেক কিছু। আমাদের আরেকটু সচেতন হতে হবে ইমেইলের ক্ষেত্রে।

LikeShow more reactions
CommentShare
Comments
Rakib Hossain Pronoy Valo laglo!!!
UnlikeReply114 hrs
UnlikeReply113 hrs
Ariful Haque Nayeem Thanks vai...
UnlikeReply112 hrs
Shahana Akter Liza Thanks a lot..it's really helpful.but if u write something more (if it's possible)about "sending emails" it would be really great as well as helpful 
UnlikeReply210 hrsEdited

Comments

Popular posts from this blog

Statement of Purpose এর নমুনা-13 ( Analytical Chemistry)

আমেরিকার যে সব বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে এপ্লাই করতে জিআরই লাগে না, তার প্রাথমিক তালিকা_১ :

Statement of Purpose এর নমুনা-১ ( Organic Chemistry)