সময়ের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া দরকার!!
সময়ের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া দরকার!!
সময়ের কাজ সময়ে সব সময় করে উঠা হয় না। আমেরিকায় পিএইচডি বা মাষ্টার্সে এপ্লাই করার জন্য ও সময় অতি গুরত্বপূর্ণ। ডেডলাইনের দুএকদিন পরে যদি আপনি এপ্লাই করেন তাহলে আপনার এপ্লিকেশন গ্রহণ করবে না। আমাদের দেশের যে সব কঠিন পরিশ্রমী ছাত্রছাত্রীরা এত কষ্ট করে জিআরই দেয়, অথচ একটু সময় জ্ঞানের অভাবে ১-২ মাসের জন্য একটা সেমিষ্টার বা একটা বছর লস করে । যেমন ধরুন আপনি ২০১৭ সালে ফল (আগষ্ট) ধরতে চান, এজন্য আপনার ২০১৬ সালে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে জি-আরই, আইএলটিএস হাতে থাকতে হবে এপ্লাই করার জন্য। কারন ফলের ডেডলাইন নভেম্বরের মাঝাখানে। আপনি যদি ডিসেম্বরে জিআরইতে ৩৪০ এ ৩৪০ নিয়ে ও এপ্লাই আপনার এপ্লিকেশন কেউ দেখবেই না। প্রতি বছর বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের দেশ থেকে এভাবে ফল সেমিষ্টার ধরতে পারে না। আমাদের সময়ের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া দরকার।
Comments
Post a Comment