নির্ঘুম রাত, অনিয়মে বড় হয়া, দাঁতে ব্যথা, উন্নত দেশের কাটখোট্টা নিয়ম আর আমার উপলব্ধি

Rejaul Hoq Nayem feeling helpless.
নির্ঘুম রাত, অনিয়মে বড় হয়া, দাঁতে ব্যথা, উন্নত দেশের কাটখোট্টা নিয়ম আর আমার উপলব্ধি
শরীরে অসহনীয় ব্যথাগুলোর মধ্যে দাঁতে ব্যথা অন্যতম। রাতে ঘুমের মধ্যে হঠাৎ যখন দাঁতের ব্যথা উঠে, হাতের কাছে সব আছে, বই পুস্তক, পাতিল ভর্তি খাবার, বিশুদ্ধ পানি, ক্রেডিট কার্ড, ইন্সিউরেন্স কিন্তু তখনই ব্যথা বন্ধের কোন সুযোগ নাই। কারণ ডাক্তার অ্যাপয়ন্টমেন্ট, প্রেস্পক্রিপ্সন তারপর ঔষধ।
উন্নত দেশের মানুষেরা নাকি কোন ব্যথা বেদনা ছাড়াই বছরে ২ বার দাঁতের ডাক্তারের কাছে যায়। আর আমরা; যেদিন ভাত দাঁতের নিচে ফেলে চিবাইতে আর পারতেছিনা, তার আগে কোনদিন ডাক্তারের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। এটাই উন্নত-আর উন্নয়নশীল দেশের নাগরিকের মধ্যে ফারাক।
আমাদের দেশে ৩৫-৪০ বছরে একবারো জীবনে দাঁতের ডাক্তারের কাছে যায় নি এমন লোকের অভাব নাই। একটু ব্যথা উঠলেই দু-একটি ব্যথার বড়ি খেয়ে শেষ, সমস্যা সমাধান।
আমাদের মতো অসেচতন মানুষগুলো এই ধরণের ব্যথা বেদনা নিয়ে যখন উন্নতদেশে আসি, মেডিক্যাল ইন্সিউর‌্যান্স, ডেন্টাল ইন্সিউর‌্যান্স, আই ইন্সিউর‌্যান্স, লাইফ ইন্সিউর‌্যান্স, প্রিমিয়াম ইন্সিউর‌্যান্স, বেসিক ইন্সিউর‌্যান্স, ফেমিলি ইন্সিউর‌্যান্স, কার ইন্সিউর‌্যান্স, হোম ইন্সিউর‌্যান্স এই সব শব্দের যাঁতাকলে কোন ইন্সিউর‌্যান্স নিলে যে, কোন সুবিধা কাজে লাগানো যাবে বুঝে উঠতে উঠতে দাঁত ততদিনে অবসরে যায় ।
ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ইন্সিউরেন্স কভার করে কিনা, ফার্মেসিতে খোলা অ্যান্টিবায়োটিক না পাওয়া সত্যি আমার মতো অসচেতনদের কাছে বড়ই যন্ত্রনা। উন্নত দেশের এসব কাটখোট্টা নিয়মের সাথে অনিয়মে বড় হওয়া আমাদের খাপ খাওয়া অনেক কষ্টের ব্যাপার।
তার চেয়ে আমার দেশের খোলা দোকানে কোন কৈফিয়ত ছাড়াই পাতায় পাতায় অ্যামোক্সালিন কিনা আর আমাদের দাঁতের ডাক্তার আক্কাস আলী স্যার তো মনে হয় অনেক ভালো।
তাই্ সত্যি আরো একবার উপলব্ধি হলো যে, , এমন দেশটি কোথাও তুমি পাবে না কো খুজে....
LikeShow more reactions
Comment
3 Comments
Comments
Saiaf Shajed লে লে লে, লেলে মজা লে! হা হা
Robiul Alam Shakil vai, hasteo pari nah, kadteo pari nah...... kal raater kothai boli, ek chinese bondhu er basa theke back korchilam , raat 11 ta, rasta pura faka, bus uthar por prokiti dak dilo. emon dak dilo jeno puro duniya dhongso hoye jacche,,,, bus driver k bolte...See More
Imran Hossain Honestly speaking, Amrika te ei insurance system tar moto biroktikor r kisu nai. Amar ekhane 70% insurance cover kore ta tomar je oshukh e hok na keno. Ei 70% er poreo jodi 30 % e tomar oneek beshi bill ashe than tomar kas theke ekta certain amount er baire nibe na. For example, jodi amar medical bill ekhon 100 K ashe amar kach theke 3 K er beshi nibe na.

Comments

Popular posts from this blog

Statement of Purpose এর নমুনা-13 ( Analytical Chemistry)

আমেরিকার যে সব বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে এপ্লাই করতে জিআরই লাগে না, তার প্রাথমিক তালিকা_১ :

Statement of Purpose এর নমুনা-১ ( Organic Chemistry)